প্রকাশিত: Fri, Dec 29, 2023 6:04 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:48 PM

[১]কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরের পথসভা ও গণসংযোগ

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া: [২] কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবু জাহের এর পথসভা ও গণসংযোগ বৃহস্পতিবার দিনব্যাপী দুই উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে। 

[৩] ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ, বড়ধুশিয়া, দুলালপুর, নাল্লা, বালিনা, গোপালনগর বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও দোকানপাটে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কৌশল বিনিময়ের মাধ্যমে পথসভা ও গণসংযোগ করেছেন। 

[৪] এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা মৎসজীবীলীগের আহ্বায়ক ও সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর ভূইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান কাশিদুল ইসলাম ভূইয়া বাবু, আক্তার হোসেন, যুবলীগ নেতা গোলাম কিবরিয়া পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. আলী হোসেন, সাবেক আহবায়ক মো. জাহিদুল হাসান পলাশ, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. নাজমুল হাসান শরীফ, ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

[৫] এসময় বক্তারা বলেন কেটলি প্রতীক নির্বাচিত হলে বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় কমিশন প্রথা বিলুপ্ত করা হবে। সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য আগামী ৭ তারিখে কেটলি প্রতীকে ভোট দেবার আহবান জানানো হয়।